Career advisory services can help individuals to navigate the job market, develop new skills, and make informed decisions about their careers. These services can be particularly beneficial for individuals who are unsure of what they want to do or who are looking to make a career change.
•আপনি কি উচ্চ শিক্ষায় (BBA / MBA ) বিজনেসে আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ?
USA
যদি আপনি IELTS এ Min 6 এবং ব্যাংকে Min ২৫ লাখ টাকা দেখাতে পারেন তবে USA এর জন্য নিজেকে তৈরি করতে পারেন। USA তে বাৎসরিক ১০-১২ লাখ টাকা খরচ পড়ে তবে Part Time কাজ করে যোগান সম্ভব।
চীন
চীনে আপনি BBA স্কলারশিপ সহ পড়তে পারেন সরকারী বিশ্ববিদ্যালয়ে , খরচ পড়বে সর্বোচ্চ ৮ লাখ টাকা (৪বছরে) IELTS & Bank Sponsor দরকার হয় না।
মালয়েশিয়া
আপনার যদি IELTS এ কম Score থাকে এবং Bank Sponsor না দেখাতে চান তবে মালয়েশিয়াতে পড়তে পারেন এখানে আপনি UK এর Degree ই পাবেন UK এর অর্ধেক খরচে। ভিসার ব্যাপারেও অনিশ্চয়তা নেই। পার্টটাইম কাজের সুযোগ রয়েছে।মালয়েশিয়াতে বেশ কিছু উন্নতমানের ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে আপনি Credit Transfer করে UK, USA, Canada, Australia তে যেতে পারবেন। Admission Time: January, March, June, September. খরচ : ৭-১২ লাখ টাকা (৩বছরে)।
India
IELTS এবং Bank Sponsor ছাড়া আপনি Apply করতে পারেন এবং সর্বনিম্ন খরচে মান সম্পন্ন India তে বিশ্বমানের শিক্ষা নিতে পারেন।Admission Time: June–August. খরচ : ২-৫ লাখ টাকা (4বছরে)
Canada
কানাডা তে এ আপনি Business এর উপর পড়াশুনা করতে পারেন এবং কোর্স শেষে Canada Citizenship এর জন্য Apply করতে পারেন। Canada আপনার IELTS Min 6.0 থাকতে হবে এবং ব্যাংকে মিনিমাম ২০ লাখ টাকা দেখাতে হবে। প্রথম বছর Tuition Fee Min ৭ লাখ টাকা লাগবে।
Turkey / Cyprus
এছাড়া ইউরোপ এর দেশ Turkey অথবা Cyprus কেও আপনি Business পড়ার জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন। সহজে ভিসা, পার্ট টাইম কাজের সুযোগ এবং Permanent Residence এর সুযোগ থাকায় উচ্চশিক্ষার জন্য Turkey / Cyprus এখন বেশ আকর্ষণীয়।
আপনি কি ডাক্তারী পেশায় আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ? • চীন : বাংলাদেশ এর প্রেক্ষাপটে মেডিকেলে সীমিত আসন এর কারনে অনেক ছাত্রছাত্রীর মেধা থাকা সত্ত্বেও ডাক্তার হবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় । আপনার স্বপ্ন যদি হয় ডাক্তারী পেশায় আপনার ক্যারিয়ার গোড়বেন ,তবে চায়না হতে পারে আপনার স্বপ্ন পূরণের দেশ ।
বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়তে যেখানে ২৫-৪০ লাখ টাকা খরচ হয় সেখানে অন্যান্য দেশের তুলনায় কম খরচে চীনের শত বছর পুরাতন সরকারী মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আপনি বাংলাদেশের থেকেও কম খরচে বিশ্বমানের MBBS পড়তে পারেন । চীনের Medical Degree বাংলাদেশের Govornment এবং WHO কর্তৃক Approved Medical Degree । তবে বিদেশি স্টুডেন্টদের আসন সংখ্যা সীমিত এবং দেড়িতে সিদ্ধান্ত নেবার কারনে অনেক বাংলাদেশি স্টুডেন্টই চীনে MBBS পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমবিবিএস ছাড়াওচায়নাতে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, বিবিএ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে পড়া যায়।
Admission Intake : March, September
আনুমানিক খরচ : ২০ থেকে ৩০ লাখ টাকা (৫ বছরে Hostel খরচ এবং Yearly Installment সুবিধা সহ)
আপনি কি ইঞ্জিনিয়ারিং পেশায় আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ?
চীন
ইঞ্জিনিয়ারিং এ এখন চায়নিজরাই বিশ্ব সেরা , ওরা যে আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করেছে তা আমাদের এই উপমহাদেশে অনেকেরই নেই। Aeronautical Engineering এর জন্য চীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ । তাছাড়া আপনি স্কলারশিপ সহ Mechanical, Hydraulic Engineering (HE), EEE, CSE, Civil Engineering এ পড়তে পারেন চীনের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে। কেন চায়নাতে পড়বেন ঃ • No IELTS requirement • Scholarship for the student with t good GPA • Study gap & Low GPA acceptable • International Educational Environment • No Embassy hassle • Top Rank University বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও পড়ার খরচ কম এবং সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে আসার কারনে বাংলাদেশী Engineering-এ পড়তে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জন্যও চীন উল্লেখযোগ্য। Admission Time: March , September খরচ : ৬-১২ লাখ টাকা (৪ বছরে Hostel খরচসহ)
ভারত
ইঞ্জিনিয়ারিং পরতে পারেন ইন্ডিয়াতে , এখানে B.Tech (Engineering) উপমহাদেশ খ্যাত । পরিসংখ্যান মতে 36% NASA Scientists এবং 38% Microsoft Engineers ইন্ডিয়ান । বাংলাদেশের যে কোন প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে কম খরচে মান সম্পন্ন শিক্ষা পেতে ইন্ডিয়া থাকতে পারে আপনার পছন্দের তালিকায় । Admission Time: August/September (বছরে মা্ত্র ১ বার)তবে January তে English course সহ ভর্তি হবার সুযোগ রয়েছে। খরচ : ৩.৫-৮ লাখ টাকা (৪ বছরে)
মালয়েশিয়া
বর্তমানে মালয়েশিয়া একটি উন্নত দেশ । আপনি যদি Software Engineering, Electrical, Mechanical, Automobile, Computer, Aerospace, Engineering পড়তে চান, তবে Malaysia কে বেছে নিতে পারেন। পড়াশুনার পাশাপাশি কাজের সুযোগ, ভিসার নিশ্চয়তা, Credit Transfer করে UK, Australia, USA তে যাবার সুযোগ থাকাতে মালয়েশিয়া এখন সবচেয়ে আকর্ষণীয় দেশ। Admission Time: March, June, September. খরচ : ১০-১৫ লাখ টাকা (৩ বছরে)
রাশিয়া
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে রাশিয়া বিখ্যাত । English Medium এ পড়ার জন্য আপনার IELTS না থাকলেও চলবে তবে Russia medium পড়তে আপনি Russian Language course করে Russian ভাসায় পড়াশোনা করতে পারবেন । বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিউশন ফি কম লাগে বিধায় অনেকেই এখন রাশিয়া পছন্দের তালিকায় প্রথমে রাখছে।
আপনি কি চার্টার্ড অ্যাকাউনটেনড পেশায় আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ?
UK
UK কে চাটার্ডএকাউন্টেসি-এর জনক বলা যেতে পারে, তবে পড়তে আপনার IELTS Mandatory এবং আপনার ব্যাংকে ১২-১৪ লাখ টাকার মত Sponsor দেখাতে হয়।পড়াশুনা করতে খরচ পড়বে ৪-৬ লাখ টাকা (প্রতি বছরে)।
মালয়েশিয়া
আপনি যদি কম খরচে IELTS এবং Sponsor ছাড়া ACCA / CIMA পড়তে চান তবে মালয়েশিয়াকে বেছে নিতে পারেন। পড়াশুনা করতে খরচ পড়বে সর্বোচ্চ ২ লাখ টাকা (প্রতি বছরে)।
আপনি কি কাজের পাশাপাশি পড়ালেখা করতে চাচ্ছেন ?
UK
UK এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ কলেজ পর্যায়ে পড়াশুনা করলে পার্টটাইম কাজের বৈধ অনুমতি পাওয়া যায় ,এখানে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে আপনার বাৎসরিক ৬-৮ লাখ টাকা খরচ করতে হবে যা আপনি Part Time কাজ করে মেটাতে পারেন । UK তে আবেদন করার জন্যঃ *IELTS Min 5.5 থাকতে হবে * Bank Sponsor ১২-১৫ লাখ টাকা দেখাতে হবে ।
CANADA
এখানে আপনি কাজের পাশাপাশি পড়াশুনা করতে পারেন এবং কোর্স শেষে Citizenship এর জন্য Apply করতে পারেন। Canada এ আবেদন এর জন্য : *IELTS Min 6.0 থাকতে হবে *ব্যাংকে মিনিমাম ২০ লাখ টাকা দেখাতে হবে *প্রথম বছর Tuition Fee Min ৭ লাখ টাকা লাগবে ।
Turkey / Cyprus
এছাড়া ইউরোপ এর দেশ Turkey . উচ্চশিক্ষার জন্য Turkey / Cyprus এখন বেশ আকর্ষণীয়। *সহজে ভিসা *পার্ট টাইম কাজের সুযোগ * Permanent Residence এর সুযোগ।
মালয়েশিয়া
কাজের পাশাপাশি উচ্চশিক্ষায় মালয়েশিয়া অন্যতম একটি দেশ । Hospitality Management : আপনি যদি Hospitality Management এর উপরে পড়তে চান এবং পড়াশুনার পাশাপাশি ভাল আয় করতে চান তবে পর্যটনের দেশ মালয়েশিয়াকে বেছে নিতে পারেন। মালয়েশিয়ার বেশ কিছু University/College Hospitality এর উপরে পড়াশুনার পাশাপাশি Internship এর আয়োজন করে থাকে। যা আপনাকে পড়াশুনার পাশাপাশি আয়ের সুযোগ করে দিতে পারে।
আপনি কি Barrister / Lawyer এ আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ?
UK
আপনি যদি Barrister হতে চান তবে UK ই হবে একমাত্র পছন্দ । আপনি UK এর Bank Sponsor & IELTS এর Requirement Meet করে UK তে Apply করতে পারেন। Admission Time: March, September. খরচ: ৭-১০লাখ টাকা (বছরে)
মালয়েশিয়া
মালয়েশিয়াতে আপনি UK-এর Law পড়ে আসতে পারেন তুলনামূলক কম খরচে। Admission Time: March, September. খরচ: সর্বোচ্চ ১৫ লাখ টাকা (৩ বছরে)
India
India তে আপনি ব্রিটিশ Law পড়তে পারেন বিশ্বের সবচেয়ে কম খরচে। এখানে ৫ বছর মেয়াদী ও ৩ বছর মেয়াদী Law Course রয়েছে। Admission Time: June-August. খরচ :৩-৫ লাখ টাকা (৫বছর)
Cyprus
এছাড়া ইউরোপের দেশ সাইপ্রাসেও আপনি British Awarded ৩ বছর মেয়াদী Law Degree নিতে পারেন। বছরে খরচ পরবে ৭ লক্ষ টাকার মত। Intake: January, June, September